ভালবাসার সেদিন এদিন

সুমিতা সাঁতরা

যখন তুমি উড়েছিলে পক্ষীরাজের পিঠেয় চড়ে-

তোমার নামের প্রথম অক্ষর লিখেছিলাম স্লেটের পরে।

তখন তুমি রাজপুত্তুর, আর আমি রাজকন্যে টুপুর

সেও সে ছিল ভালবাসা, আজও আছে হৃদয়ঠাসা ।

 

সেদিন তুমি দৌড়েছিলে ঘুড়ি নিয়ে মেঠো আলে-

কোঁচলে গাঁথা শিউলিমালা পরিয়েছিলেম তোমার গলে।

তোমার চোখে খুশীর ঝলক, আমার প্রাণে পরম পুলক

সেও সে ছিল ভালবাসা, আজও আছে হৃদয়ঠাসা ।

 

যেদিন তুমি চলে গেলে শহরেতে ভর্তি হতে-

ট্রেনের পিছে ছুটেছিলেম হাত নাড়িয়ে কাশবনেতে।

তোমার মন আনমনা,আমার যে আর দিন কাটেনা

সেও সে ছিল ভালবাসা, আজও আছে হৃদয়ঠাসা ।

 

যেদিন তুমি ডিগ্রী নিয়ে বিদেশ থেকে ফিরলে দেশে-

জমা কথা লিখে তোমায় পত্র দিলেম মৃদু হেসে।

আপন করে নিলে তুমি, হলেম আমি তোমার জানি

সেও সে ছিল ভালবাসা, আজও আছে হৃদয়ঠাসা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *