বাঁধন ভাঙার গান

সুলেখা বিশ্বাস

bandhonbhangargaanillust

আমি যে সেই নিয়মগড়ের প্রজা

রাজার বিধির বন্ধনে যে অষ্টপাশে বাঁধা।

বেড়ার ভেতর ব্যস্ত থাকি

কাজে বা অকাজে।

তোমার বাঁশি বাজে তখন

অসীম আকাশ মাঝে।

সুখ সাগরে ডুবি ভাবি এটাই আমার দেশ

সুখেই আছি বেশ।

এমন সময়ে প্রলয় এলো ব্যেপে

থরথরিয়ে উঠলো ভুবন কেঁপে।

আবার যখন মেঘ জমে যায়  দিগন্তেরই কোণে।

মনময়ূরী নেচে বেড়ায় পিউ পাপিয়ার বনে।

কিন্তু তখন জলদ ঘন বাজ

নেমে করে প্রচন্ড আওয়াজ।

নিয়মগড়ের বাঁধন হলো ঢিলে

চোখের জলে ভেসে চলি কোন সে অকূলে।

তোমার বাঁশির সুরটি তখন মনের মাঝে এসে

নিয়ে চলে অজানা এক দেশে।

গেয়ে উঠি বাঁধন  ভাঙার গান

সুখ দুঃখের মিথ্যে ডোরের হলো অবসান।

Illustration by Aditi Chakraborty

 

 

Leave a Reply