শুভেন্দু বিকাশ চৌধুরী
- কয়েকটি জুঁই ফুল এনেছি,
রাখব কোথায়?
- ডাস্টবিনে।
সংক্ষিপ্ত উত্তর।
- কয়েকটি জুঁই ফুল এনেছি,
রাখব কোথায়?
- খুঁজে নাও
অন্য কোন খোঁপা।
- কয়েকটি জুঁই ফুল এনেছি,
রাখব কোথায়?
- জ্বালিও না, এই সকালে
ছেলেদের স্কুল, তোমার অফিস।
কয়েকটি জুঁই ফুল
ভোরের শিশির মাখা,
বাক্য যেথায় পথ হারাল,
সুরভি লিখেছে গাথা…..
- কয়েকটি জুঁই ফুল এনেছি,
রাখব কোথায়?
- আমার মাথায়!
ধরা যাক, মাথা মানেই খোঁপা।
Illustration by Aditi Chakraborty
Bhalo laglo pore