পুজোর শুভেচ্ছা

মৌমিতা মন্ডল

আসছে গো মা, দুর্গা মা গো

আকাশ বাতাস খুশিতে জাগো।

নদীর ধারে কাশের বন্যা,

তুলোর মেঘের আনাগোনা,

জানান যে দেয় মায়ের আগমন

মনে জাগে খুশির আলোড়ন।

নতুন জামা,নতুন জুতো,

সাজের জন্য লাগেনা ছুতো।

প্রতিবছর মা যে এসে যান

সবকিছু আনন্দে ভরিয়ে দেন ।

আনন্দ তো চিরস্থায়ী নয়

বিসর্জনে মন যে ভারী হয়

একটিবছর অনেক বেশি সময়

মা দুর্গাই উদ্যম  জুগিয়ে দেয়।

নেই কোন আর  দুঃখ মনের পরে

শারদ শুভেচ্ছা পাঠাই সবার তরে।

 

Leave a Reply