মন্দিরা বসু
পুরীর সমুদ্রে সূর্যোদয় দেখতে দেখতে
মনে হল অনেক দিন কবিতা লেখা হয়নি,
অনেক দিন তোমার হাত ধরে পাশাপাশি
খোলা হাওয়ায় হাঁটা হয়নি –
দূর সমুদ্রে ঐ চন্দ্রবিন্দুর মত নৌকোখানা
দেখতে দেখতে মনে হল ……
জীবন দরিয়ায় বাইলাম তো
আমার ও নৌকোখানা –
অনেক ঢেউ পেরিয়ে, অনেক উত্তালতার মধ্যে দিয়ে
সঠিক দিকের নিশানায় ।
রবিরশ্মির লাল আভা যখন ছড়িয়ে গেল
দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের বুকে,
তখন মনে হল কিছু একটা করি, আমিও
আনন্দের রং ছড়িয়েদি অন্য মনে, অন্য জীবনে।
একটা অন্যরকম কিছু করি,
একটা ভালো কিছু করি ।
Bah.. Sundor.