বর্ষামঙ্গল

সঞ্চিতা ধর

borshamangal_e

 

দিনের পর দিন আচ্ছন্ন

বর্ষামেদুর সুরে ৷

পবিত্র জলধারায় সব

মলিনতার অন্ত আজ ৷

মনের মধ্যে উথাল পাথাল-

মনও শুদ্ধ হোক ৷

সহজবোধ্যতার ছন্দে

সব স্তব্ধ হোক ৷

এ শুণ্যতার আভাষ নয়

পূর্ণতার আশ্বাস ৷

যেমন করে গাছের সবুজেরা

আনন্দে উত্তাল, সরব ৷

হিমঝুরি ফুল সুগন্ধে আকুল ৷

Illustration by  Soma Ukeel

 

One Reply to “বর্ষামঙ্গল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *