সত্যম শিবম সুন্দরম

বাণীব্রত দে

অবাক আকাশে কত মেঘ ভাসে
হেঁয়ালি হাওয়ার দোলায়
তারই বুক চিরে পাখি যায় উড়ে
বিঘ্ন আমার পথ চলায়
তোমারি জন্যে মেতেছি আনন্দে
তাই গুন্ গুন্ সুরে গেয়ে উঠি সেই গান
ত্বমেব সত্যম ত্বমেব শিবম ত্বমেব সুন্দরম

বুনো ফুলে ছাওয়া অজানাকে পাওয়া
প্রজাপতিরা ডানা মেলে হয় নীল
মেঠো রঙে আঁকা আদরে ঢাকা
দিগন্তে যেন হয়ে গেছে সব লীন
ভাবনায় তুমি চেতনায় তুমি
তাই গুন্ গুন্ সুরে গেয়ে উঠি সেই গান
ত্বমেব সত্যম ত্বমেব শিবম ত্বমেব সুন্দরম

অযুত জোনাকি যেন চকমকি
মিটিমিটি চায় অন্ধকারে
আনাচে কানাচে কিছু স্মৃতি আছে
চুপিচুপি তারা রূপকথা হয়ে যায়
আলোতে তুমি আঁধারে তুমি
তাই গুন্গুন্ সুরে গেয়ে উঠি সেই গান
ত্বমেব সত্যম ত্বমেব শিবম ত্বমেব সুন্দরম

Source: Internet

Leave a Reply