সুশান্ত কুমার দাস
মাঝে মাঝে আমি সময় পেলে দিনের বেলায় নীল আকাশের
দিকে চেয়ে সময় কাটাই।
আর মহাবিশ্বের নানা তথ্য আর ভাবনার গভীরে
ডুব দিয়ে মনে হয় আমার কোন
দু্ঃখ কষ্ট নাই।
নীল আকাশের দিকে যতদূরেই তাকাই
শুধু নীল রং দেখি আর কখনো বা
বহু দূরে উড়ন্ত পাখি
কিন্তু বিজ্ঞানীরা দিনে দিনে আমাদের কাছে
যে সব তথ্য দিয়েছেন এনে, তাতে নানা
প্রশ্ন জাগে সবার মনে।
সত্যি কি বহু দূরে ঐসব ছায়াপথে লক্ষ লক্ষ
গ্রহ নক্ষত্র “মহাজন শূন্যতায়” সময় কাটায়?
কে বিশ্বাস করবে যে মহাকাশের গভীরে
বহুদূরে আমাদের পৃথিবীর চেয়ে বড় হীরে
ঝলমল করছে নানা রঙের আলোক ছটায়।
আমরা কি কখনো দেখতে পাবো মহাকাশের
সেই সব অন্ধকূপ যেখানে গেলে সব
কিছু হারিয়ে যায়?
কি করে ধারনা করি যে এই মহাবিশ্ব এতই
বিশাল দূরতম নক্ষত্রের আলো দশ কোটি
আলোকবর্ষ ধরে ছুটে এসে এখনো পৌছায়নি পৃথিবীতে?