সোমালী সরকার
বিনিদ্র মধ্যরাত্রি অদ্ভুৎ এক
বোধের জন্ম দেয়।
শব্দের জলতরঙ্গে রাগরাগিনীর অভ্যুদয়।
কাল্পনিক মায়াজালে স্বপ্নপুরী
মোহময়ী মূর্তিতে দেয় ধরা।
যেখানে চাওয়া-পাওয়ার হিসেব অবান্তর,
নেই বাস্তবের হিংসা-দ্বেষ,মান-অভিমানের পালা
মুগ্ধ হয়ে জীবনটাকে দেখা।
নিদ্রা এসে দুয়ারে কড়া নাড়ে-
ক্লান্ত হয়ে ঘুমের পরশ মাখো,
সূর্যোদয়ে নতুন প্রভাত স্বাগত।