তারাদের জন্য

ডঃ পারমিতা পূর্নেন্দু পালিত

একটি তারা মুখ লুকাল বালুচরে, একা…

ভাসিয়েছিল ভেলায় তাকে স্বপ্ন আশায় বেঁধে

গাঙ্গুর নয়তো, তাই কি মাঝ সমুদ্রেতে ডুবল খেয়া?

তীরের মাঝে ছোট্ট তারা মুখটি গুঁজে, একা…

 

ওই তারাটির জীবনদায়ী বন্ধ হলো এখুনি

মারণ অস্ত্রে ধ্বংস হসপিটাল, তাই নার্স অপরাগ,

ভিডিওটা শুধু ভাইরাল হলো

ঠোঁটের কুলুপ খুললো না কেউ খুলবে না কেউ-

ছোট্ট তারা হাঁফিয়ে ডুব ঘুমের দেশে, একা …

 

ওই তারাটির ঘর পুড়েছে, থরথরিয়ে কাঁপছে ঠোঁট

ধূসর মুখে শুকনো জলের দাগ, শুধু প্রশ্ন রইলো –

থরথরিয়ে কাঁপছে তারা নিভবে বাতি, একা…

 

কিসের বাতাস, কিসের বিষের বাতাস

লক্ষ তারা টুপটুপিয়ে, কঁকিয়ে মরে লুকিয়ে মরে

পড়লো ঝরে পড়লো ঝরে …

 

এমনি তারা হাজার তারা আমার বিনিদ্র স্ক্রীন জুড়ে

আর আমার ভেজা বালিশ জুড়ে নালিশ পাঠায় …

বোতাম টিপে সরিয়ে দিলেও কচি হাতটা

কোথায় যেন ধাক্কা মারে ।

কেনো কুলুপ বন্ধ দুয়ার? নেই কলরোল নেই প্রতিবাদ?

হাজার তারার মিছিল আমার বলছে,

“মা তুই চুপটি কেন?”

 

আমি শুধু আমার  তারা, চোখের তারা

বুকের কাছে জাপটে ধরি, একটু জোরে

কানের কাছে ফিসফিসিয়ে বলছি  তোকেই,

অন্ততঃ তোর মুঠি আমি, দেবোই আমি শক্ত করে।

 

[আমি রাজনীতি, রাজদণ্ডনীতি বুঝিনা, শুধু  লক্ষ মৃত শিশুর ছবি ভিডিও ভাইরাল হচ্ছে, হতাশার, অনিশ্চয়তার লেখা,  তবু কি নিশ্চিন্ত মিডিয়া আজকে, সিরিয়া শতছিন্ন হয়ে পুড়িয়ে দিচ্ছে মানবতা, তবু চুপ করে আছি আমি, আপনি, সময়… ]

2 Replies to “তারাদের জন্য”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *