প্রথমা


IMG_20160503_112208সোমালী সরকার

 

সেইদিনটা ছিল আষাঢ়স্য প্রথম দিবস ।

মেট্রোস্টেশন থেকে বেরিয়েছিলে ,

টুকটুকে লাল শাড়ি পরনে

বৃষ্টির প্রথম ছোঁয়াটা তোমার কপালে ।

এমনভাবে চমকে তাকালে-

আমি তখন রাস্তার এধারে

অনামিকা বলেই ডাকব ভেবেছিলাম ।

 

বহুদিন পর বইমেলায় হঠাৎ দেখা

চিনতে ভুল করিনি তোমায় ।

তোমার সেই গভীর কালো চোখ

আমার বুকে এঁকে দিয়েছিল তোমার নাম

সুনয়না বলেও ডাকব ভেবেছিলাম ।

 

অনেক সাহস করে সেদিন তোমার সামনে দাঁড়াই ।

পরিচয় হল- আরো কিছু সাক্ষাত-

আর পাঁচটা গল্পের মত সুস্মিতা বন্ধু হল ।

প্রেম হল , সংসার হল ।

 

 

একদিন যাকে অনন্যা বলে ভেবেছিলাম,

আজ তার সমস্তটাই জানা ।

তার রাগ-দু: খ-অভিমান সমস্তটা ।

জীবনের উত্থান-পতন

ঘাত প্রতিঘাতের সাক্ষী সে ।

আমার বিজয়িনী- আমার প্রথমা ।

 

অলংকরণ : সোমালী সরকার

Leave a Reply