নারী-বাদ

Ankurঅঙ্কুর চক্রবর্ত্তী

চোখ ছুঁলে নদী হয়, ঠোঁট ছুঁলে জল,

মন ছুঁলে কাব্য । তোর কথা বল-

চিবুকেতে অভিমান, কুন্তলে শ্বাস,

বিভাজিকা, আল-ক্ষেত, জলডোবা ঘাস ।

গুল্ফেতে ছন্দ, পদতলে তৃণ;

চলনেতে লয়কারি- এভাবেই চিনো ।

পদ্যটা কেড়ে নিলে, কি থাকে হে নারী ?

রক্ত-মাংস আর ভাত-তরকারি !

 

অলংকরণ : অদিতি চক্রবর্ত্তী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *