পার্থ প্রতিম মল্লিক
সময়টা অল্প পাল্টেছে;
বাকী সব প্রায় এক।
না হলে কেন মাঝবয়সে প্রেমে পড়বে
মাধবীলতা?
দারুচিনি রঙের কনকচাঁপার…
আকাশের বুকে মেঘের টুকরো, পূর্ণিমার রাতে –
কেউ কি দেখেনি?
তাহলে জীবনের নাভিদেশে নতুন কোনো তিলে
কেন আশ্চর্য্য হয় মাধবীলতা!
সময়টা পাল্টেছে।
তাই আন্দোলনে আজ আর ফেস্টুন বোমা নয়।
শুধু চুম্বন আর প্রেম!
ওদের কথায়, প্রেম নামুক শহরজুড়ে –
বিক্ষোভ আর আন্দোলনে।
মাঝবয়সে মাধবীলতা
নেহাত তরুণ কনকচাঁপা।
প্রেম নেমেছে, প্রেম নেমেছে।
গলার স্বর ঈষৎ কাঁপা…