হৃদয় পেরিয়ে

চন্দনা খান

যেনাহম্ নামৃতা স্যাম
তেনাহম্ কিম কুর্য্যাম্ ?
(যা আমাকে অমরত্ব দেবে না
তাই নিয়ে আমি কি করবো?)
— মৈত্রেয়ী – বৃ্হদারণ্যকোপনিষদ
এখনো রাতের আকাশকে খিমচে ধরে আছে
হিরন্ময়ী তারারা।
এখনও এক কুণ্ঠিত মজা নদী বৃষ্টির ধারাপাতে
বেগবতী সুবতী হয়ে শৃঙ্গাররসে মজে।

এখনও,এখনও,এখনও
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী দিকভ্রষ্ট রাজকুমারকে উপায় বাতলায়
যেন অন্য কোন গ্রহ থেকে লালমন, নীলমন পাখিরা উড়ে আসে
শতশতাব্দীর প্রাচীন সুরে বেদগান গায়
এখনও,এখনও,এখনও
বাইবেলের আবহমান আদম-ঈভের প্রেম
এখনও প্রথম পাপের সেই মাদকতা
মানুষকে ছুঁয়ে যায়।

ভালবাসা? এখনও হৃদয়ে? তুমি ঠা ঠা করে হেসে উঠলে
পিরামিড বানিয়ে যতন করে সাজিয়ে রাখ।
দুদশক পরে পৃথিবী পরিক্রমা শেষে
করপুট পেতে তুমি হৃদয় যাঞ্চা করলে।
আমি বলে উঠলাম,
‘ এখনও হৃদয় ?’
হৃদমাঝারে রাখিনি তো
যেতে দিয়েছি।

One Response

  1. ধ্রুবজ্যোতি চক্রবর্তী May 11, 2017

Leave a Reply