নববর্ষ

মন্দিরা বসু

নববর্ষ মানে কি কেবল নতুন জামা পড়া,
আর লুচি মাংস খাওয়া ?
নববর্ষ মানে কি কেবল গনেশ পুজো আর
হালখাতায় যাওয়া ?
নতুন বছর মানে নতুন ভোর, নতুন পথ,
নতুন আশা
– তোমার আমার চলার নেশা।
কি পাইনি আর কি পেলাম?
কি দিইনি আর কি দিলাম ?
হিসাব কিতাব নাই বা নিলাম
– নতুন দিশায় পা বাড়ালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *