আগমনী

কৃষ্ণা ব্যানার্জী

মা আসছেন, মা আসছেন
বলে উঠে গেল রব,
চারদিকেতে খুশীর বান
আনন্দতে মাতবে সব,
ডাকবে সবে মা মা বলে
দেবী তুমি সবার কাছে
খুবলে খাবে সুযোগ পেলে,
হোক না বারো, মেয়ে তো বটে
হতে পারে সাত বা সত্তর, ফুটপাতে
বা রাজপ্রাসাদে,বাসে,ট্রেনে, ট্যাক্সিতে,
কোথাও যে তোর নেই বাঁচোয়া
শরীর, কেবল শরীর খোঁজা,
শরীর ছাড়া আছেটা কি
মেয়ে হয়ে যে জন্মেছি
এটাই বড় পাপ করেছি,
মরতে হবে রাতবিরেতে
ভাসতে হবে খালের জলে
মোমবাতিটা জ্বলতে পারে,
ইচ্ছে হলে তোমার, আমার,
ইচ্ছে মত বাঁচব না তো
মরব যে তোর ইচ্ছে মত,
তবুও মা আসবে আবার
ডাকবে সবে মা, মা বলে
মা যে আসে, যায় যে চলে,
মেয়ে যে মরে কার ইচ্ছেতে,কে বা জানে!!!

Illustration by Somali Sarkar

Leave a Reply