আমাদের রাজামশাই

ডঃ সুবীর চৌধুরী

আমার শহর কোলকাতা
একটা প্রধান আড্ডা দক্ষিণ কোলকাতায়
ওখানের রাজা চাকী আমাদের চিলেকোঠায় ছাতা
আমি এখানে আসি রাজার কাঁচের ঘরটায়।।
ছুরি চলছে পটাপট রাজা মত্ত অস্ত্র চালানোয়
চোখ দুটো ঘোলাটে তাও এখন আঁধারে
সে তার রাজত্বে সান্ধ্য মজলিসেরও ব্যবস্থায়
আর পুরো বন্ধু মহল ক্লান্ত রাজার তাড়নায়।।
হে বন্ধু তুমি কোথায়
কোথায় তোমার সেই জমিদারী মেজাজ
তুমি তো সারা পৃথিবী দৌড়ও
তোমার অর্ধাঙ্গিনীর নানা ব্যবস্থায়।।
আমাদের গত বছর হায়দ্রাবাদে কেটেছে তোমারই চিন্তায়
আমি জানিনা কার এত প্রাণ আছে
আমি জানিনা কার এত দিল আছে
তাই খুঁজে বেড়াই আজকের বিশেষ দিনে তোমায়।।

(আমার ডাক্তার অন্ধ-বন্ধু ইন্দ্রজিৎ চাকী তার অর্ধাঙ্গিনীকে নিয়ে চলে গেল। এ বেদনা সত্যিই অসহ্য।
হৃদয়ের জ্বালা মেটাতে লিখলাম দু লাইন ছন্দ) — ১০/০৯/২০১৭

Leave a Reply