পুস্তক আলোচনা

সঞ্চিতা ধর

 স্মৃতিচারণ  – শ্রী দিলীপ কুমার রায়

বই আমাদের বড় কাছের সুহৃদ৷ অবসরের প্রিয় বন্ধু৷ এই প্রসঙ্গে জানাই সম্প্রতি একটি বই পড়ে খুবই ভালো লেগেছে, আপ্লুত হয়েছি, মনে হয়েছে এটি সকলকে একটু জানাই৷ সকলেই এই বইটি পড়ার আনন্দ উপভোগ করুন৷

বইটি হলো বিখ্যাত নাট্যকার, সঙ্গীত রচয়িতা ও সঙ্গীতশিল্পী শ্রী দ্বিজেন্দ্রলাল রায়-এর সুযোগ্য পুত্র সুগায়ক শ্রী দিলীপকুমার রায় রচিত ‘স্মৃতিচারণ’৷ ভাষার সহজবোধ্যতার জন্য বইটি অত্যন্ত সরস৷ ‘স্মৃতিচারণ’ মানে কিছুটা আত্মজীবনী তো বটেই আবার সেই সঙ্গে জীবনে চলার পথে যাদের সঙ্গে সময় কাটানো হলো, তাদের সম্বন্ধেও কিছুটা বলা৷

এই বইটি জুড়ে রয়েছে জীবনের নানা আকর্ষনীয় অভিজ্ঞতা৷ বিভিন্ন প্রখ্যাত গুনীজনের সংস্পর্শে এসেছেন লেখক নানাসূত্রে. যমন নেতাজী সুভাষ চন্দ্র বোস ছিলেন তার অন্তরঙ্গ বন্ধু৷ স্বদেশ ও বিদেশ –ওই দুই প্রেক্ষাপটেই তিনি তাকে চেনবার জানবার সুযোগ পেয়েছেন৷ তার মাধ্যমে আমরাও নতুন করে পরিচয় পাই নেতাজীর অনন্য মহত্বের, স্বদেশপ্রেমের৷ বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গেও তার খুবই হৃদয়ের যোগাযোগ ছিল৷ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তাঁর প্রতি অত্যন্ত স্নেহশীল ও অভিভাবক স্থানীয়৷ এছাড়া অনেক প্রখ্যাত ব্যক্তিত্বের সুন্দর একটি চিত্রণ এই বইটিতে মেলে যা খুবই উপভোগ্য৷

এই বইটির আগাগোড়া যেটি রয়েছে তা হলো লেখকের আত্মজিজ্ঞাসা৷ মধ্য বয়েসে তিনি সন্ন্যাস গ্রহণ করেন৷ ঋষি শ্রী অরবিন্দ তাকে দীক্ষা দিয়েছিলেন৷ তাই একাধারে সাধক ও শিল্পী দিলীপকুমার রায়কে আমরা দেখতে পাই এই বইটিতে৷ তার সাধনা ভাগবতী হলেও তা আসলে মানুষেরই সাধনা৷ ‘মানুষ’ই তার ধ্যানের একান্ত বস্তু৷ তাই এই স্মৃতিচারণ বইটি নিছক স্মৃতিকথা নয় বরং জৈবসত্বার বিভিন্ন প্রেক্ষাপটে দার্শনিক বিশ্লেষণ বললে মনে হয় সঠিক হবে৷ সবশেষে জানাই এই বইটি সত্যিই যেন মন ছুঁয়ে যায়৷

স্মৃতিচারণ

লেখক- শ্রী দিলীপ কুমার রায়

মুল্য- ৪০০ টাকা.

প্রকাশক- আনন্দ পাবলিশার প্রা. লি.

৪৫, বেনিয়াটোলা লেন,

কলকাতা ৭০০০০৯.

Leave a Reply