শমিতা চক্রবর্তী
সেদিন ছিল সরস্বতী পুজো
নতুন শাড়ী, অঞ্জলী,ধূপ, মন্ত্র –
সবে মিলি হৈ হৈ পুজোমন্ডপে।
বসে ছিলাম সবার পিছনে,
দূর থেকে দেখছি সকলকে,
উচ্ছ্বাসে উদ্ভাসিত আমিও সবার সাথে।
খাবার সময় লাইনে দাঁড়িয়ে
চোখে পড়ে তাঁরে –
বসে ছিলেন সামনে চেয়ারে একা
শান্ত চেহারা, জড়ানো খোঁপা চুলে
মুখখানা অচেনা, অজানা –
আগে তো দেখিনি তাঁরে !
আবার দেখি তাঁরে, নাটকের সভাঘরে
অনুরাধা ডেকে বলে-“মা আমার
এসেছেন এখানে”।
মনে পড়ে সেই মুখ, সেই সৌম্য মুখখানি,
অচেনা, অজানা – সত্যি কি ?
দেখিনি কি তাঁরে ?
আবার দেখা এক সন্ধ্যাবেলা অনুরাধার বাড়িতে
প্রণাম করে বলি প্রথম কথা তাঁর সাথে,
মনে হল কত চেনা, কত জানা !
মাতৃত্বের পরশ প্রতি শব্দে
অনন্ত ভালোবাসার ছোঁয়ায়
হারিয়ে যায় মন আমার অন্য পৃথিবীতে।
তারপর ফিরে ফিরে দেখা – অল্প কিছু কথা
স্বল্পভাষিণী অন্তহীন স্নেহের ভান্ডার
সর্বদা মিষ্টি হেসে কুশল প্রশ্ন তাঁর।
অল্প সময়ের ব্যবধানে
বেঁধেছেন সবারে স্নেহের বন্ধনে।
যতবার দেখি তাঁরে,
মন আমার খুঁজে ফেরে
সেই হাসি, সেই অপত্য স্নেহের পসার
বার বার মনে জাগে
কোথায় দেখেছি তাঁকে?
স্মৃতির খনি থেকে উঁকি মারে
ছাব্বিশ বছর আগে হারিয়েছি যারে।