মেঘপিওনের ডাক

চন্দন কুমার চৌধুরী

শ্রাবণমাসে সুয্যিবাবু প্রায় ছুটি নেয় যখন তখন,
আকাশটা তো মুখ করে ভার, বেশ বোঝা দায় রকম সকম।
ভাবছি এখন নিই ঝিমিয়ে, হাইতোলা এই অলস দুপুর
ঝমঝমিয়ে ঝরুক আকাশ ফোঁটায় ফোঁটায় টাপুর টুপুর।
মেঘবালিকা খিলখিলিয়ে পশলা ছোড়ে ইচ্ছে করে
কোন সুদুরে বায়েন পাড়ায় ঢাক বাজানর মসকো চলে।
ঠিক শুনছি বাদ্যি বাজে?
সময় হোলো? শিউলি ভোরে ফুরফুরে সব মেঘের সাথে
আসছে শরৎ, চনমনে মন সাজবে এবার পুজোর সাজে।
মনের খোরাক মেঘপিওনের ডাকএসেছে, নাড়ছে কড়া,
মাস পোহালেই লিখতে হবে, এ সংখ্যাতে, ভীষণ তাড়া।
লিখব কি যে, ভাবছি নিজে, আবোল তাবোল চিন্তা যতো,
তেমন লেখা শক্ত বড়, পাঠককুলের মনের মতো।

Illustration by Debjyoti Mahapatra

2 Comments

  1. Sushanta Dutta October 12, 2017
    • Chandan Kumar Chaudhuri October 26, 2017

Leave a Reply