স্বপ্ন

রঞ্জন চক্রবর্তী

আমার বুড়ি জরাজীর্ন
বর্ষণে আর ধর্ষনেই
কূটনীতি বা রাজনীতিও
দেখেছে অনেক, ভরসা নেই।

ভরসা নেই, ভরসা নেই আশা আছে ভরসা নেই
হীরে মাণিক উঠল যদিও সুনাগরিকের কর্ষণে
ভবিষ্যতের আশা নিয়ে জন্মাবে যে তার ভরসা নেই
আয়েষা ও আরতি তারা আজও আর্ত “অ্যাবর্শানে”।

আমার বুড়ি আশা রাখে
চেয়ে আকাশপানে
তার স্বপ্ন দেখা থেমে না যায়
চাওলা ম্যা’মের মহাআকাশযানে।

বুড়ি শোনায় গল্পকথা
যতীন, ভগৎ, ক্ষুদির
চেয়ে দেখে তার চারিধারে
যত বাচাল, মূক ও বধির।

তোমরা বল যুবতী সবে
হলই বা সে সত্তর
এক নিমেষে চাঙ্গা হবে
জাদুর বলে সত্বর।

সেই সবুরে হাঁপায় বুড়ি
( কবে ) আসবে রাজার রথ
জিয়নকাঠির ছোঁওয়ায় পাবে
জগৎসভার পথ।

Leave a Reply