কংক্রিট

চন্দনা খান

এত কংক্রিট, এত ছাইরং

মাটি ফুঁড়ে যে ওঠেনি, সেতো জানি।

কাল্পনিক আকাশকে অপ্টিক্যাল ইলিউশনে

ছুঁয়ে থাকা

চকোলেট বারের মত সিমেন্টের বার

আই আই এম আমেদাবাদের এই ক্যাম্পাসে

গহন মায়াবী রাত ইলেকট্রিক ব্লু

ধ্রুবতারা সিংহাসনে, আশেপাশে প্রজা প্রজা

খেলে তারা সব

নিবিড় স্তব্ধতায় তারা জেগে ওঠে

যেন ক্ষমাপ্রার্থী, যেন সঙ্কুচিত,

আকাশের অধিকার নিয়ে।

প্রাচীন ধ্বংসের মত দাঁড়িয়ে আছে

সারি সারি কংক্রিট।

এ দৃশ্য দেখার কেউ নেই তো এখানে।

এম বি এ ডিগ্রীপ্রার্থী ছেলেরা এখন

ঘরের খোপে খোপে।

 

Leave a Reply