চন্দনা আর টিয়ে

নবনীতা দেব সেন

 

chandana-ar-tiye

ঠিক করেছে দুই বন্ধু

চন্দনা আর টিয়ে

মেঘবৃষ্টি কমলে উড়ে

হায়দ্রাবাদে গিয়ে

খাবেই খাবে বিরিয়ানি

কোথায় পাবে সেটাও জানে

এক উড়ানে চারমিনার

কেমন বাহার দেখবি তাহার

একসঙ্গেই লাঞ্চ-ডিনার।

চার মিনারে গিয়ে

চন্দনা আর টিয়ে

কী ফূর্তি যে পেলো

পেটটি পুরে খেলো

মটন বিরিয়ানি

কুলফি, জীরাপানি

তারপরে সুড় সুড়ুৎ

মেললো ডানা বাসার দিকে

উড়লো দু’জন, ফুরুৎ ।

Illustration by Soma Ukeel

High up in the sky

Adrija Mitra

 

adrija_mitra_grade_ii_drawing

 

Don’t you want to fly?

High up in the sky

Raise your hands up in the air

And sing la la la la la!

To the birds above, say Good Bye

And roam around in the sky

 

Don’t you want to be a bird?

You can sing, you can fly

High up in the sky!!!

Illustration by Adrija Mitra

পুজোর শুভেচ্ছা

মৌমিতা মন্ডল

আসছে গো মা, দুর্গা মা গো

আকাশ বাতাস খুশিতে জাগো।

নদীর ধারে কাশের বন্যা,

তুলোর মেঘের আনাগোনা,

জানান যে দেয় মায়ের আগমন

মনে জাগে খুশির আলোড়ন।

নতুন জামা,নতুন জুতো,

সাজের জন্য লাগেনা ছুতো।

প্রতিবছর মা যে এসে যান

সবকিছু আনন্দে ভরিয়ে দেন ।

আনন্দ তো চিরস্থায়ী নয়

বিসর্জনে মন যে ভারী হয়

একটিবছর অনেক বেশি সময়

মা দুর্গাই উদ্যম  জুগিয়ে দেয়।

নেই কোন আর  দুঃখ মনের পরে

শারদ শুভেচ্ছা পাঠাই সবার তরে।

 

গরমের ছুটি

মোহনা চৌধুরী

গরমের ছুটি টানা এক মাস
কলকাতা গিয়ে খেলাম আমি মাংস পোরা বাঁশ।

খেলাম আমি ফুচকা, লিচু, আম
গাড়ি দেখলাম, ঘোড়া দেখলাম আর দেখলাম ট্রাম।

খেলাম দেলাম, ঘুম দিলাম, বই পড়লাম বসে
একদিন মা রাঁধল আলুরদম কষে।

মে মাসের শেষে হল কিছুক্ষণ
নাচি, গাই, খাই খাই, আড্ডা সারাক্ষণ।

ব্যাস, ছুটি আমার ফুরলো
নটে গাছটি মুড়লো।

mohonapoem

                            Illustration by Aditi Chakraborty

শার্দুল কাহিনী

শান্তনু দে

shardulkahini

গভীর অরণ্য মাঝে, পাথুরে গুহার খাঁজে

বাস করত সুখে এক শার্দুল শাবক ।

ছিল বেশ সেইখানে, অরণ্যের মাঝখানে

জীবজন্তু পরে তার ছিল পাওনা হক।

বন্য জন্তু মেরে মেরে, পেটে গেলো চড়া পড়ে

একদা কুবুদ্ধি যে চাপলো তার ঘাড়ে।

অন্যান্য জন্তু প্রতি, হচ্ছে অবিচার অতি

আসক্তি হচ্ছে মোর নরমাংসাহারে।

এতো বলি শার্দুল, গেলো করি মহা ভুল

বনের ধারেতে এক ছোট জনপদে ,

গরু বাছুর কুকুর মারে, বেশ কিছুদিন ধরে

ধরা পড়ে গেলো শেষে পাতা এক ফাঁদে।

গ্রামের মানুষ তাকে, খাঁচার ভেতর পুরে রাখে

বন দপ্তরে শেষে তারা  খবর দিলো

সরকারি লোকেরা এসে, আদর করে ভালোবেসে

আলিপুর চিড়িয়াখানায় ধরে নিয়ে গেলো।

এখন সেই শার্দুল, ছোটবেলা ক’রে ভুল

থাকে তোফা আলিপুরে চিড়িয়াখানায়।

বিপুল জনতার ভীড়ে,  দুবেলা সে ছোটো নীড়ে

পায়চারী করে খেয়ে দিন কেটে যায়।

কখনো সখনো মনে পড়ে যায় সেই বনে

কেমন সুখের ছিল স্বাধীন জীবন,

তারপরে মনে হলো,  এখনই আছি যে ভালো

পেট পুজো,খ্যাতি আর সুখী গৃহ কোণ।

যা পেয়েছি তাই বেশ,চাহিদার নেই শেষ

বেঁচে আছি শান্তিতে আর কিবা চাই,

একবার ভুল করে, বন্দী দশায় পড়ে

আর কেন শেষমেশ সবটা হারাই  ।

এবাবেই কেটে যাবে, বাকিটা জীবন ভবে

কেন বৃথা অকারণে শোক করে মরি।

বলেছেন জ্ঞানী জনে, শোক করোনাকো মনে

বিধির লিখন কিসে খণ্ডন করি।

Illustration by Debojyoty Mahapatra

 

 

অপরিণত হাফ গদ্য

পার্থপ্রতিম মল্লিক

কয়েকটা শব্দ, পিঠোপিঠি জুড়ে

তৈরী কিছু কথা;

কয়েকটা কথা

পরপর জুড়ে তৈরী হওয়া একটা হাফ গদ্য

মাঝে কিছু যতি চিহ্ন।

একটু জীবন আর খানিকটা অক্ষম প্রেম,

আর কিই বা দিতে পারি।

চকোলেট, ফুল, সোনালী অহঙ্কার তো

সবাই দেয়।

দুর্দান্ত কিছু কবিতা বা

ভালবাসার কিছু সুর-

নিশ্চই দিয়ে রেখেছে কেউ না কেউ।

আমি জাস্ট এমনিই

কয়েকটা শব্দ আর

অপরিণত হাফ গদ্য।

বর্ষামঙ্গল

সঞ্চিতা ধর

borshamangal_e

 

দিনের পর দিন আচ্ছন্ন

বর্ষামেদুর সুরে ৷

পবিত্র জলধারায় সব

মলিনতার অন্ত আজ ৷

মনের মধ্যে উথাল পাথাল-

মনও শুদ্ধ হোক ৷

সহজবোধ্যতার ছন্দে

সব স্তব্ধ হোক ৷

এ শুণ্যতার আভাষ নয়

পূর্ণতার আশ্বাস ৷

যেমন করে গাছের সবুজেরা

আনন্দে উত্তাল, সরব ৷

হিমঝুরি ফুল সুগন্ধে আকুল ৷

Illustration by  Soma Ukeel