মোহনা চৌধুরী
গরমের ছুটি টানা এক মাস
কলকাতা গিয়ে খেলাম আমি মাংস পোরা বাঁশ।
খেলাম আমি ফুচকা, লিচু, আম
গাড়ি দেখলাম, ঘোড়া দেখলাম আর দেখলাম ট্রাম।
খেলাম দেলাম, ঘুম দিলাম, বই পড়লাম বসে
একদিন মা রাঁধল আলুরদম কষে।
মে মাসের শেষে হল ‘কিছুক্ষণ‘
নাচি, গাই, খাই খাই, আড্ডা সারাক্ষণ।
ব্যাস, ছুটি আমার ফুরলো
নটে গাছটি মুড়লো।
Illustration by Aditi Chakraborty
Durdanto , durdharsho . Khub sundor. Ebare ekta durga pujor opor kabita chai
Khub bhalo hoyeche
Bangla r opor dokhol tomar khub bhalo! Bhaari mauja laglo podey!
Akkebare chhutir amejta dhora porechhe kobitae…