গরমের ছুটি

মোহনা চৌধুরী

গরমের ছুটি টানা এক মাস
কলকাতা গিয়ে খেলাম আমি মাংস পোরা বাঁশ।

খেলাম আমি ফুচকা, লিচু, আম
গাড়ি দেখলাম, ঘোড়া দেখলাম আর দেখলাম ট্রাম।

খেলাম দেলাম, ঘুম দিলাম, বই পড়লাম বসে
একদিন মা রাঁধল আলুরদম কষে।

মে মাসের শেষে হল কিছুক্ষণ
নাচি, গাই, খাই খাই, আড্ডা সারাক্ষণ।

ব্যাস, ছুটি আমার ফুরলো
নটে গাছটি মুড়লো।

mohonapoem

                            Illustration by Aditi Chakraborty

4 Replies to “গরমের ছুটি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *