পার্থপ্রতিম মল্লিক
কয়েকটা শব্দ, পিঠোপিঠি জুড়ে
তৈরী কিছু কথা;
কয়েকটা কথা
পরপর জুড়ে তৈরী হওয়া একটা হাফ গদ্য
মাঝে কিছু যতি চিহ্ন।
একটু জীবন আর খানিকটা অক্ষম প্রেম,
আর কিই বা দিতে পারি।
চকোলেট, ফুল, সোনালী অহঙ্কার তো
সবাই দেয়।
দুর্দান্ত কিছু কবিতা বা
ভালবাসার কিছু সুর-
নিশ্চই দিয়ে রেখেছে কেউ না কেউ।
আমি জাস্ট এমনিই
কয়েকটা শব্দ আর
অপরিণত হাফ গদ্য।
Half gadya bhalo lagoo, full godyer opekhyay roilam