নবনীতা দেব সেন
ঠিক করেছে দুই বন্ধু
চন্দনা আর টিয়ে
মেঘবৃষ্টি কমলে উড়ে
হায়দ্রাবাদে গিয়ে
খাবেই খাবে বিরিয়ানি
কোথায় পাবে সেটাও জানে
এক উড়ানে চারমিনার
কেমন বাহার দেখবি তাহার
একসঙ্গেই লাঞ্চ-ডিনার।
চার মিনারে গিয়ে
চন্দনা আর টিয়ে
কী ফূর্তি যে পেলো
পেটটি পুরে খেলো
মটন বিরিয়ানি
কুলফি, জীরাপানি
তারপরে সুড় সুড়ুৎ
মেললো ডানা বাসার দিকে
উড়লো দু’জন, ফুরুৎ ।
Illustration by Soma Ukeel
Khub bhalo