চন্দনা আর টিয়ে

নবনীতা দেব সেন

 

chandana-ar-tiye

ঠিক করেছে দুই বন্ধু

চন্দনা আর টিয়ে

মেঘবৃষ্টি কমলে উড়ে

হায়দ্রাবাদে গিয়ে

খাবেই খাবে বিরিয়ানি

কোথায় পাবে সেটাও জানে

এক উড়ানে চারমিনার

কেমন বাহার দেখবি তাহার

একসঙ্গেই লাঞ্চ-ডিনার।

চার মিনারে গিয়ে

চন্দনা আর টিয়ে

কী ফূর্তি যে পেলো

পেটটি পুরে খেলো

মটন বিরিয়ানি

কুলফি, জীরাপানি

তারপরে সুড় সুড়ুৎ

মেললো ডানা বাসার দিকে

উড়লো দু’জন, ফুরুৎ ।

Illustration by Soma Ukeel

One Reply to “চন্দনা আর টিয়ে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *