সোমা উকিল
উপকরন :
বড় পটল ১০ টা
আধ লিটার দুধের ছানা – খুব ভাল করে জল ঝরানো
চীজ (Cheese) কিউব – ১ টি
কাঁচা লংকা – ২ টি খুব পাতলা করে কুচোনো
কিসমিস – ৫০ গ্রাম
কাজু- ৫০ গ্রাম
নুন ও চিনি- আন্দাজ মতো
তেল- ২ টেবিল চামচ
গরম মশলা- খুব সামান্য
প্রণালী :
পটল গুলোর খোসা ছুড়ি দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে এক দিকের মুখ একটু বড় কেটে নিন৷
পটল গুলোর ভেতরের বীজ বের করে পরিষ্কার করে নিন৷ ধুয়ে শুকিয়ে রাখুন৷
একটি পাত্রে ছানা , খুব ছোট করে কাটা চীজ (Cheese), লংকা কুচি, কিসমিস, কাজু, নুন, চিনি ও গরম মশলা সব খুব ভাল করে মেখে মিশ্রণ তৈরী করে রাখুন৷
কড়াই বা ফ্রাইং প্যান এ তেল গরম করে পটল গুলো অল্প নুন দিয়ে ভালো মত ভেজে নিন৷
পটল গুলো একটু ঠান্ডা হলে তাতে ছানার মিশ্রণ ভরে মুখে আগে কেটে রাখা অংশ আটকে দিন৷
ব্যাস তৈরী পটল ছানার দোলমা৷ গরম ভাত দিয়ে অথবা শুধুই দোলমার স্বাদ নিয়ে দেখুন৷