ঘরোয়া মোহিতো শরবত

মৌমিতা মন্ডল
moumita_recipe-pic

কি কি লাগবে :-

আদা (কুচি এবং জুলিয়ান করে কাটা), পুদিনা পাতা, পাতিলেবু , চাট মশলা,বিট নুন, কোল্ড ড্রিঙ্ক (যেকোনো সাদা রঙের যেটা নিজের পছন্দ), বরফের টুকরো। সবকিছু পরিমাণ মত নিতে হবে।

কি ভাবে করবেন :-

আদা কুচি আর জুলিয়ান করে কেটে নিতে হবে।এরপরে পুদিনা পাতা ডাল থেকে কেটে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে রাখতে হবে আর একটা ডাল আর পাতা শুদ্ধ রেখে দিতে হবে সাজানোর জন্য। এরপরে হাম্মামদিস্তে নিয়ে তাতে আদা কুচি, পুদিনা পাতা দিয়ে থেঁতো করে নিতে হবে,তারপরে অল্প চাট মশলা, বিট নুন এবং লেবুর রস যোগ করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে এই মিশ্রণটা একটা কাঁচের গ্লাসে নিয়ে তাতে কোল্ড ড্রিঙ্ক (যেকোনো সাদা রঙের যেটা নিজের পছন্দ) দিতে হবে।এরপরে চামচ দিয়ে আবারও মিশিয়ে নিয়ে বরফের টুকরো, জুলিয়ান করে কাটা আদা আর পুদিনা পাতার ডাল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মোহিতো শরবত। চটজলদি বাড়িতেই মোহিতো শরবত বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন।

পুরাতনী

ব্রততী মজুমদার

puratonipuratoni2

 

আমি আজ যে খাবারের পদটি পরিবেশন করছি, সেটা হয়তো খুবই সাধারন পাঠকদের কাছে। কিন্তূ আমার কাছে যে অসাধারন কারন ৺মায়ের কাছে শূনেছি এটা তার দিদিমা ৺গোপালমার খুব পছন্দের খাবার ছিল – ছাতুর ভুরিয়া

উপকরনঃ

ছাতু ২৫০গ্রাম

ময়দা ২৫০গ্রাম

গাওয়া ঘি ১৫০গ্রাম

নুন এক চামচ

চিনি ১/২ চামচ

লঙ্কার গুড়ো এক চামচ

ভাজা জিরে গুড়ো দুই চামচ

পাতিলেবুর রস একটি

প্রনালীঃ

প্রথমে পুর টা তৈরী করতে হবে। ছাতুর সঙ্গে স্বাদ মতো লঙ্কার গুড়ো, নুন, চিনি, পাতিলেবুর রস, জিরে ভাজার গুড়ো, এক চা চামচ ঘি দিয়ে জল দিয়ে মাখতে হবে।

তারপর ময়দায় নুন, ময়ান (ঘি) দিয়ে মেখে কয়েকটা গোলাকার লেচি কেটে রাখতে হবে। এই লেচির মধ্যে আন্দাজমত ছাতুর পুর দিয়ে বেলতে হবে। চাটুতে এপিঠ ওপিঠ সেঁকে  একটু ঘি দিয়ে তুলে নিতে হবে নরম থাকতে থাকতে। এটা শুধু আচার দিয়ে অথবা আলুর সাদা হিং এর তরকারীর সাথে খাওয়া যেতে পারে।

Methi Aloor Dum

Dipanwita Pradhan

methi-alur-dom-illustration

Ingredients:

Baby Potato – 1 kg (peeled)

Fenugreek seed – 1 tea spoon

Fenugreek leaves – 2 table spoon

Tomato – 2, chopped

Ginger paste – 1 table spoon

Turmeric powder – 1 tea spoon

Chili powder – 1 tea spoon

Preparation:

Heat oil in a pan. Add fenugreek seeds and saute them before picking them out of oil to retain flavour. Then add potatoes,chopped tomato, ginger paste, turmeric powder, chilli powder, fenugreek leaves (kasuri methi) and sugar according to taste. Cook till oil separates. Add water and salt. Boil till the potatoes are cooked properly on low flame. Finally, add a pinch of garam masala and coriander leaves.

Serve hot with paratha or roti

পটল ছানার দোলমা

সোমা উকিল

 

patolchhanardolma

উপকরন :

বড় পটল ১০ টা

আধ লিটার দুধের ছানা – খুব ভাল করে জল ঝরানো

চীজ (Cheese) কিউব – ১ টি

কাঁচা লংকা – ২ টি খুব পাতলা করে কুচোনো

কিসমিস – ৫০ গ্রাম

কাজু- ৫০ গ্রাম

নুন ও চিনি- আন্দাজ মতো

তেল- ২ টেবিল চামচ

গরম মশলা- খুব সামান্য

প্রণালী :

পটল গুলোর খোসা ছুড়ি দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে এক দিকের মুখ একটু বড় কেটে নিন৷

পটল গুলোর ভেতরের বীজ বের করে পরিষ্কার করে নিন৷ ধুয়ে শুকিয়ে রাখুন৷

একটি পাত্রে ছানা , খুব ছোট করে কাটা চীজ (Cheese), লংকা কুচি, কিসমিস, কাজু, নুন, চিনি ও গরম মশলা সব খুব ভাল করে মেখে মিশ্রণ তৈরী করে রাখুন৷

কড়াই বা ফ্রাইং প্যান এ তেল গরম করে পটল গুলো অল্প নুন দিয়ে ভালো মত  ভেজে নিন৷

পটল গুলো একটু ঠান্ডা হলে তাতে ছানার মিশ্রণ ভরে মুখে আগে কেটে রাখা অংশ আটকে দিন৷

ব্যাস তৈরী পটল ছানার দোলমা৷ গরম ভাত দিয়ে অথবা শুধুই দোলমার স্বাদ নিয়ে দেখুন৷

Herb Infused Veggie And Cheese Scrambled Eggs

Rahul Basu

herb-infused-veggie-photo

Ingredients:

2 whole eggs
1 cube cheese
50 gms veggies (broccoli & spinach)
10 ml coconut oil

Preparation

In a bowl boil the veggies and keep aside. Take a microwave safe bowl and oil it up on all sides. Beat the eggs with a little salt and the veggies. Spread the beaten egg on the greased bowl and microwave for 1 min. Take out and grate the cheese and add some oregano and chilly flakes and micro for another 1.5 mins.

Let it settle for a minute and serve it with a bowl of salad.

Chicken In White Sauce

Doyeli De

doyeli_pic

This is an easy and time saving recipe for weekday dinner. The dish goes well with roti, paratha or pulau or any Chinese rice/ noodles.

Ingredients: 

Chicken – 1/2 kg boneless leg piece
Onion – 2 medium size
Garlic – 10 cloves
Ginger – 1″ piece
Hung Curd – 2 table spoon
Pepper – 2 teaspoon

For white sauce preparation:

Flour – 2 tea spoon
Milk – 1 cup
White butter – 2 teaspoon
Oregano – 1 tea spoon

Preparation:

• Marinade the chicken in hung curd for half an hour.
• Heat the oil in a pan to fry chopped onion, add chicken after the onion turns translucent.
• Add ginger and garlic pastes, salt and pepper.
• Cook on a low flame with lid for 15-20 min.

• In a separate non-stick pan heat the white butter ( unsalted).
• Add flour on low flame and mix thoroughly. Before it starts turning brown add milk slowly and simultaneously mix properly so that no lumps are formed.
• Add chopped garlic ( 2 cloves), Oregano, pepper (a little), stir it continuously till it turns into thick white sauce. Sprinkle a little water if the sauce turns out too thick.

• Now pour the white sauce into the other pan in which you had cooked the chicken. Mix thoroughly and add salt according to taste. 
• Cook for another 5-7 min.
• Pour into a flat bowl and garnish with grated cheese.
 

 

Shepherd’s Pie

Indranil Chowdhury

shepherdspie

Shepherd’s Pie is basically a casserole with alternating layer of cooked meat with vegetables and mashed potatoes, and baked in an oven till the top layer of mashed potatoes is well-browned. Meat and potato compliment each other in a dish as evident from our favourite Mangsher Jhol in which the partially submerged piece of halved-potato really tastes awesome.

I first heard of this dish from one of my cousins, Tuli though I never got a chance to taste her preparation. Later on, I tweaked her recipe, adjusted some of the ingredients here and there; nevertheless if someone likes it the credit should go to her.

Traditionally, it originated in Great Britain, where it is usually prepared with lamb or beef. The dish when prepared with beef it is called ‘Cottage Pie’ and with lamb it is called ‘Shepherd’s Pie’.

I prepare it with mutton. Now, here goes the recipe:

Ingredients to cook the meat:
Mutton: 250gms, minced
Onion: 3 medium sized, chopped
Coriander Seeds (whole): 1tbsp
Green Chilli: 2, chopped
Ginger paste: 1 tsp
Garlic paste: 1 tsp
(I avoid using ginger or garlic pastes that are available in stores due to the pungent smell of preservatives)
Turmeric: 1 tbsp
Cumin powder: 1 tsp
Lemon juice: 2 tbsp
Sweet peas (frozen): half cup
Sweet corn (frozen): half cup
Salt and sugar: according to taste

Ingredients for mashed potato:
Potatoes: 8 big sized, boiled (to be mashed)
Butter: 25 gms, melted
Milk: 1 cup (to be used in mashed potato)
Cheese: 2-3 cubes, grated (enough to cover topmost layer of the mashed potato in the baking dish)
Salt

Preparation:
Heat about 2 tbsp oil, add chopped onions and fry till they attain golden colour. Add chopped chillies and whole coriander seeds, fry till the seeds sputter. Add the minced meat and stir fry for about 2-3 minutes. Add turmeric powder, cumin powder, ginger paste, garlic paste and lemon juice. Stir fry further for around 6-7 minutes. Add sweet peas and sweet corn (pre-boiled & frozen). Cook it for 3-4 minutes more and put off the flame.

Now, peel and mash the boiled potatoes and add a cup of milk and melted butter. Add little salt to it. But be careful on the amount of salt since the butter already contains some salt.

Now, assemble the cooked meat and the mashed potato. First, grease a flat baking dish with melted butter. Add a layer of mashed potato, on top of it add the layer of meat and then put the final layer of mashed potato. (If you want to cut down on the starch you can forego the first layer of mashed potato and settle for only one layer of mashed potato, just on the top of the meat.)
Cover every inch of the top layer with grated cheese.
Finally, its time to bake. Pre-heat the oven and bake it at 200 degrees C (or 400 degree F) for about 25 mins (or till the topmost layer turns golden brown in colour). In case you don’t have an OTG but a microwave oven then microwave it for 5 minutes and grill it (in microwave) for another 10-15 mins. Feel free to adjust temperature according to your oven.

Chef’s Tips:
Alternatively, you can make the dish with minced meat of chicken (A Poultry Pie) or fish (A Fisherman’s Pie) or even a vegetarian version with mushroom or paneer cubes but mind you it would no longer be Shepherd’s Pie but a Farmer’s Pie!