কংক্রিট

চন্দনা খান

এত কংক্রিট, এত ছাইরং

মাটি ফুঁড়ে যে ওঠেনি, সেতো জানি।

কাল্পনিক আকাশকে অপ্টিক্যাল ইলিউশনে

ছুঁয়ে থাকা

চকোলেট বারের মত সিমেন্টের বার

আই আই এম আমেদাবাদের এই ক্যাম্পাসে

গহন মায়াবী রাত ইলেকট্রিক ব্লু

ধ্রুবতারা সিংহাসনে, আশেপাশে প্রজা প্রজা

খেলে তারা সব

নিবিড় স্তব্ধতায় তারা জেগে ওঠে

যেন ক্ষমাপ্রার্থী, যেন সঙ্কুচিত,

আকাশের অধিকার নিয়ে।

প্রাচীন ধ্বংসের মত দাঁড়িয়ে আছে

সারি সারি কংক্রিট।

এ দৃশ্য দেখার কেউ নেই তো এখানে।

এম বি এ ডিগ্রীপ্রার্থী ছেলেরা এখন

ঘরের খোপে খোপে।

 

কয়েকটি জুঁই ফুল

শুভেন্দু বিকাশ চৌধুরী

 

  • কয়েকটি জুঁই ফুল এনেছি,

রাখব কোথায়?

  • ডাস্টবিনে।

সংক্ষিপ্ত উত্তর।

 

  • কয়েকটি জুঁই ফুল এনেছি,

রাখব কোথায়?

  • খুঁজে নাও

অন্য কোন খোঁপা।

 

  • কয়েকটি জুঁই ফুল এনেছি,

রাখব কোথায়?

  • জ্বালিও না, এই সকালে

ছেলেদের স্কুল, তোমার অফিস।

 

কয়েকটি জুঁই ফুল

ভোরের শিশির মাখা,

বাক্য যেথায় পথ হারাল,

সুরভি লিখেছে গাথা…..

 

  • কয়েকটি জুঁই ফুল এনেছি,

রাখব কোথায়?

  • আমার মাথায়!

ধরা যাক, মাথা মানেই খোঁপা।

koekti-juin-phool

Illustration by  Aditi Chakraborty

বাঁধন ভাঙার গান

সুলেখা বিশ্বাস

bandhonbhangargaanillust

আমি যে সেই নিয়মগড়ের প্রজা

রাজার বিধির বন্ধনে যে অষ্টপাশে বাঁধা।

বেড়ার ভেতর ব্যস্ত থাকি

কাজে বা অকাজে।

তোমার বাঁশি বাজে তখন

অসীম আকাশ মাঝে।

সুখ সাগরে ডুবি ভাবি এটাই আমার দেশ

সুখেই আছি বেশ।

এমন সময়ে প্রলয় এলো ব্যেপে

থরথরিয়ে উঠলো ভুবন কেঁপে।

আবার যখন মেঘ জমে যায়  দিগন্তেরই কোণে।

মনময়ূরী নেচে বেড়ায় পিউ পাপিয়ার বনে।

কিন্তু তখন জলদ ঘন বাজ

নেমে করে প্রচন্ড আওয়াজ।

নিয়মগড়ের বাঁধন হলো ঢিলে

চোখের জলে ভেসে চলি কোন সে অকূলে।

তোমার বাঁশির সুরটি তখন মনের মাঝে এসে

নিয়ে চলে অজানা এক দেশে।

গেয়ে উঠি বাঁধন  ভাঙার গান

সুখ দুঃখের মিথ্যে ডোরের হলো অবসান।

Illustration by Aditi Chakraborty

 

 

Prayers of a Mother

Sanghamitra Ghosh Mitra

mom_daughther_sketch

The day you came to our lives,

The joy to behold you knew no heights

Amidst much happiness, bliss and glee

Unknowingly a drop trickled by,

Deep within, there was a fear

Unknown, yet so close, with all of us here!

Took a silent oath on that day,

To protect you from all dusk and grey,

To watch you take your first little steps,

To teach you keep yourself away from prey.

To see you grow, dance and play

Spread sunshine on your way,

Makes me happy every day.

Yet the fear keeps nudging me all along

Random thoughts keep lurking around.

Is she really safe and sound?

The mother in me questions every move

Watches every pair of eyes that follow you.

My heart aches every day when I bid you bye

To see your chirpy face back, gives me a high!

Is it the news around that wraps my happiness in bounds?

How I wish to see the world as when I was a child

Pray to Lord, let peace be found…

                                               Illustration by  Debojyoti Mahapatra

Stoop To Conquer

Dr. Shubhadeep Sinha

You don’t need to fight every battle.
You don’t heed, set the world alight, with every rattle.
Stoop to conquer, in unsure circumstances, 
Loop the stir, take your chances.
Au revoir at times to macho display,
True valour shines when you save the day.


It’s not rude to get away from harm,
Better to stay, play and be calm.